বড়জোড়া থেকে ব্রাম্ভনডিহা রাস্তা সংস্কারের দাবিতে মিছিল বিজেপির
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, বাঁকুড়া:- আজ বিকালে বড়জোড়া বিজেপি এর পক্ষ থেকে একটি মিছিল করা হয়। আজকের মিছিলের মূল দাবি ছিল বড়জোড়া থেকে ব্রাম্ভনডিহা হয়ে যে রাস্তাটি পখন্না পর্যন্ত গেছে সেটি সংস্কারের। বিজেপির পক্ষ হতে বলা হয়েছে রাস্তাটি বেহাল হয়ে পড়েছে। যদি অবিলম্বে এটি সংস্কার করা না হয় তবে বড়সড় দুর্ঘটনা ঘটবে। বিজেপি নেতা তাপস বসু তার বক্তব্যে বলেন, তৃণমূল ১০০ দিনের কাজে দুর্নীতি করছে। তিনি দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য রাজসরকারকে কাঠগোড়ায় তুলেন। আজকের মিছিল থেকে বড়জোড়ার গ্রাম্য রাস্তার বেহাল দশা সংস্কার, লাগাম ছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে, ১০০ দিনের কাজে দুর্নীতির প্রতিবাদে, দিকে দিকে বিজেপি এর কর্মীদের উপর অত্যাচার এর প্রতিবাদে, গরিব মানুষের চাল , ডাল , আমফানের টাকা মেরে নেবার প্রতিবাদে, সিন্ডিকেট রাজ এর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। নেতৃত্ব দেন বড়জোড়া মন্ডল ১এর সভাপতি সুভাষ মন্ডল, জেলার সাধারন সম্পাদক বিলেস্বর সিং, সহ সভাপতি তাপস বোস, কার্তিক কুন্ডু, বুধন মাজি প্রমুখ।