বাঁকুড়ার হিড়বাঁধ ব্লকের প্রায় একহাজার বিজেপি কর্মীর বিক্ষোভ ও ডেপুটেশন

নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, বাঁকুড়া:- পরিযায়ী শ্রমিক দের একশো দিনের কাজসহ একাধিক দাবিতে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মীরা. ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার রানিবাঁধ বিধানসভার অন্তর্গত হিড়বাঁধ ব্লকে. সোমবার বেলা এগারোটা নাগাদ প্রায় একহাজার বিজেপি কর্মী সমর্থক হিড়বাঁধ বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান. তাদের অভিযোগ করোনা মহামারী চলছে বাইরে থেকে সমস্ত পরিযায়ী শ্রমিক বাড়িতে এসে কর্মহীন হয়ে পড়েছে, এই অবস্থায় রাজ্য সরকার সাধারণ মানুষের পাশে নেই. কয়েকঘণ্টা বিক্ষোভের পর বিজেপির একটি পাঁচ জনের প্রতিনিধি দল বিডিওর কাছে ডেপুটেশন দেন.
এ প্রসঙ্গে বিজেপি জেলার বিজেপি সহ-সভাপতি স্বপন মুখার্জি বলেন পরিযায়ী শ্রমিকরা নিজের রাজ্য পশ্চিমবঙ্গে এসে 100 দিনের কাজ পাচ্ছেন না, তৃণমূল প্রতিটি বুথে দুর্নীতি করছে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে সমস্ত কিছুতেই কাটমানি চাইছে তাই তারা বিজেপির তরফ থেকে আজ তারা হিড়বাঁধ ব্লকে ডেপুটেশন দিলেন, তিনি বলেন যদি এই ডেপুটেশন দেওয়ার পর কোন উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তাদের ভয়ঙ্কর রূপ দেখতে পাবেন. এছাড়া বিজেপির বাঁকুড়া জেলার যুব মোর্চা সভাপতি সুনীল রুদ্র মন্ডল বলেন তৃণমূল নামক রাজনৈতিক দল এবং তার প্রশাসন এর কাছে তাদের দাবি দাওয়া পুরন করা খুবই কঠিন. কারণ এটি কাটমানির দল. তিনি বলেন বিষয়টি তাদের তরফ থেকে বিডিও কে জানানো হলো তিনি বললেন বিষয়টি দেখবেন,এনারা আশ্বাস বরাবর দিয়ে থাকেন যদিও কর্মক্ষেত্রে কিছুই হয় না. এবারও হয়তো তাই হবে. এখানে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য ক্ষুদিরাম টুডু, রানিবান বিধানসভার কনভেনার গুরুপদ হেমরম, দুই সাধারণ সম্পাদক উত্তম দাস প্রশান্ত মোহন্ত সহ একাধিক নেতা নেত্রীরা।