মুখ্যমন্ত্রীকে “খুনী” বলে তোপ সৌমিত্র’র।

নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক: এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়কে “খুনী” বলে আক্রমণ শানালেন সৌমিত্র খান। সপ্তাহের শুরুতেই শাসক দলের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দলন শুরু করল গেরুয়া শিবির। চলতি সপ্তাহেই গোঘাটে গনেশ রায় নামক এক বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয় গলায় দড়ি দেওয়া অবস্থায়। এদিন এর প্রতিবাদে আরামবাগ এসডিও অফিস ঘেরাও কর্মসূচী নেয় বিজেপি যুব মোর্চা। সেখানেই মুখ্যমন্ত্রীকে সুর চড়িয়ে আক্রমণ করে যুব মোর্চা সভাপতি বলেন, “বিজেপি নেতা-কর্মীদের খুন করাচ্ছেন মুখ্যমন্ত্রী। পুলিশকে কাজে লাগিয়ে এই খুন করাচ্ছেন মুখ্যমন্ত্রী।” তবে এখানেই শেষ নয়। এদিন আরও একটি বিস্ফরোক অভিযোগ করেন। বলেন, “দিদি খুন করাতে এখন গুলি,আর্মস সাপ্লাই করছেন।” ইতিমধ্যে একদিকে তৃনূমুল, অপরদিকে সরকারের বিরুদ্ধে ” অল আউট” আক্রমণ শুরু করেছে গেরুয়া শিবির। তবে ইদানিং তৃণমূলের থেকেও বিজেপির নিশানায় পুলিশ প্রশাসন। প্রথমে দিলীপ ঘোষ। পরে কৈলাশ বিজয়বর্গীয় থেকে শুরু করে আজ সৌমিত্র খান। এদিন সরাসরি এসডিপিও অফিস ঘেরাও করে সৌমিত্র বলেন,” এই এসডিপিও নিজে দাড়িয়ে থেকে নিজে খুন করাচ্ছেন। উনি এখন টিএমসি র সভাপতি। এমনকি টিএমসির গুন্ডাদের গুলি-আর্মস পৌছে দিচ্ছেন এই এসডিপিও। “এদিন এসডিপিও অফিস ঘেরাও করে রাখে যুব মোর্চা। পাশাপাশি আগামী কাল রাজ্যজুড়ে থানার সামনে অবস্থানের ডাক দেন তিনি।