বিজেপির ফের শক্তি বৃদ্ধি ঘটল বাঁকুড়ায়।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,বাঁকুড়া:- একুশের বিধানসভা নির্বাচনের আগে দল বদল অব্যাহত বাঁকুড়া জেলা জুড়ে। আজ বাঁকুড়া জেলার বড়জোড়া বিধানসভার মালিয়াড়া তে বড়জোড়া বিধানসভার বিজেপি নেতা তথা রাজ্য কমিটির সদস্য তথা ঝাড়গ্রাম জেলা পর্যবেক্ষক সুজিত অগস্তির উপস্থিততে মালিয়াড়া অঞ্চলের বিভিন্ন বুথ থেকে প্রায় ৫০০ জন তৃণমূল ও সিপিএম ছেড়ে যোগদান করল। সুজিত আগস্থি তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। উপস্থিত ছিলেন বিষ্ণুপুর জেলা সাংগঠনিক সভাপতি হরকালী প্রতিহার, বিষ্ণুপুর সাংগঠনিক সাধারণ সম্পাদক বিল্লেশ্বর সিংহ, বড়জোড়া বিধানসভার বরিষ্ঠ বিজেপি নেতা অরুণ বাজপায়ী সহ বড়জোড়া মণ্ডল ১ এর বিজেপি নেতৃত্ব। মালিয়াড়া দলীয় অফিস থেকে একটি মিছিল বের হয়, মিছিল শেষে একটি পথসভা করা হয়। তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ দাগেন সুজিত আগস্থি।