পর্যটন মন্ত্রী হওয়ার পর প্রথম সুন্দরবনে পা রাখলেন গৌতম দেব।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- সাতসকালেই হটাৎ শনিবার সুন্দরবন এলাকায় এসেছেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। তিনি এদিন সুন্দরবনের সাতজেলিয়া গ্রাম ঘুরে দেখেন। হোমস্টের বিষয় নিয়ে আলোচনা করেন এছাড়াও রাস্তা, নদী বাঁধ এবং গ্রামের উন্নয়ন নিয়ে খোঁজখবর নেন। পর্যটন মন্ত্রী হওয়ার পর এই প্রথমই গৌতম দেব সুন্দরবনে পা রাখলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, সুন্দরবনের পর্যটন ব্যবস্থাকে নতুন করে সাজিয়ে গুছিয়ে তুলতে হবে সে ব্যাপারে আমাদের রাজ্য সরকার বদ্ধপরিকর । মহামারী করোনাভাইরাস এর পরিপ্রেক্ষিতে কিছুটা হলেও পর্যটনশিল্পে ভাটা পড়েছে খুব শীঘ্রই সমস্যার সমাধান হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন l বিশ্বের কাছে সুন্দরবনের পর্যটন শিল্প আকর্ষণীয় করে তোলা হয়েছে পাশাপাশি কর্মসংস্থান কিভাবে বাড়ানো যায় পর্যটনশিল্পে এই এলাকায় সে ব্যাপারে রাজ্য সরকার চিন্তিত l কর্মসংস্থানের মাধ্যমে এই এলাকার মানুষের উন্নয়ন ঘটানো হবে বলে তিনি আশাবাদী।