অনুব্রতর সামনে অনুন্নয়নের কথা বলেও জুটল প্রশংসা।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক: না এবার আর তিরস্কার নয় উল্টে নিজের এলাকার অনুন্নয়নের কথা বলে অনুব্রত মণ্ডলের কাছ থেকে পেলেন প্রশংসা। দুবরাজপুরের রবীন্দ্রসদনে বুথ ভিত্তিক সভা করছিলেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। চিনপাই, যশপুর, গোহালিপাড়া পঞ্চায়েত ব্লকের দলের অবস্থা নিয়ে ধরে ধরে বুথ ভিত্তিক পর্যালোচনা করছিলেন অনুব্রত মণ্ডল। অনুব্রত 19-এর লোকসভা নির্বাচনে গোহালিপাড়ার 255 নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের পিছিয়ে পড়ার কারণ জিজ্ঞাসা করলে, বুথ সভাপতি সপ্তম মণ্ডল বলেন, এলাকায় দলের গোষ্ঠীদ্বন্দ্ব আছে কিন্তু কেউ মেটানোর চেষ্টা করেননি। বর্ষায় মানুষ ত্রিপল চেয়েও পায়নি। কোনও নেতাকে এলাকার সমস্যায় পাশে দাঁড়াতে দেখা যায় না। বুথ সভাপতির এই কথা শোনার পর জেলা সভাপতি একফোটা না রেগে উল্টে খুশি হয়ে সমস্যা মেটানোর আশ্বাস দেন।উল্লেখ্য, এমাসের শুরুতে বুথ ভিত্তিক সভায় আলোচনা চলাকালীন তৃণমূলেরই এক বুথ সভাপতির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন। বুথ সভাপতি বলেছিলেন , মানুষের দাবি না পূরণ করলে এবার হারবেন তারা। সঙ্গে সঙ্গে ওই বুথ সভাপতিকে তিরস্কার করে পদ থেকে সরিয়ে দেন অনুব্রত। অনুব্রত মন্ডলের সিদ্ধান্ত ঘোষণার পরেই সভা থেকে বেরিয়ে যান ওই নেতা।সঙ্গে বেরিয়ে যান উনার প্রায় 100 জন অনুগামী।পরে জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহর হস্তক্ষেপে অনুব্রত মন্ডল সিদ্ধান্ত পাল্টান।