ফেসবুকে পাকিস্থানকে সমর্থন করে দেশের সেনাদের আক্রমণ রাজ্য পুলিশের কর্মীর।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : রাজ্য পুলিশেরই এক কর্মীর বিরুদ্ধে ফেসবুকে পাকিস্তান ও চীনকে সমর্থন করে বক্তব্য। তোলপাড় নেট দুনিয়া। শুধু তাই নয়, পাশাপাশি তিনি ভারতীয় সেনার বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যও করেছেন বলে অভিযোগ। মুর্শিদাবাদে বাড়ি পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের কর্মী সাবিরুদ্দিন শেখের। নেটিজেনদের একটা বড় অংশ চাইছেন সাবিরুদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।ফেসবুক প্রোফাইল অনুযায়ী, সাবিরুদ্দিন শেখ কলকাতা হাইকোর্টের বিচারপতির নিরাপত্তা রক্ষী হিসেবে কর্মরত। তার বাড়ি বেলডাঙাতে। ফেসবুক প্রোফাইল ভাল করে লক্ষ্য করলেই বোঝা যাবে যে সে ভারত সরকারের একাধিক সিদ্ধান্ত, পদক্ষেপের সঙ্গে সহমত নয়। তবে এবার সরাসরি সরকারের বিরোধিতা করতে গিয়ে দেশবিরোধী মন্তব্য করে বসল সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া কমেন্টটিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে, সে একাধিক অশ্লীল শব্দ ব্যবহারের মাধ্যমে দেশের অপমান করেছে। চীনকে ভারতের চেয়ে শক্তিশালী রাষ্ট্র তো বলেইছে, তার ওপরে পাকিস্তানকেও সমর্থন জানিয়েছে।এই ঘটনা দেখে স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা প্রশ্ন করছেন, ‘নিজে একজন পুলিশ হয়েও দেশের সেনাদের নিয়ে এমন অবমাননাকর মন্তব্য কীভাবে করতে পারল সে? যে আইনরক্ষকদের কাজ সমাজে নিয়ম-শৃঙখলা বজায় রাখা সেই পুলিশ ফোর্সের এক কর্মী হয়ে কীভাবে বারেবারে রাজনৈতিক উষ্কানিমূলক পোস্ট করে সে?’সাবিরুদ্দিনের এই মন্তব্যের জেরে তার গ্রেফতারি এবং কঠোর শাস্তির দাবিতে এককাট্টা হয়েছে নেটিজেনদের একটা বড় অংশ। সকলেই তাকিয়ে রয়েছেন রাজ্য পুলিশের দিকে। পুলিশেরই একজন কর্মী ভারতবিরোধী পোস্ট করলে পুলিশ সেই কর্মীর বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়, এখন সেটাই দেখার।