রাজ্য
জলদস্যুদের ট্রলার আটক করলো হলদিয়ার উপকূল রক্ষীবাহিনী।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- কুকড়াহাটিতে একটি জলদস্যুদের ট্রলার আটক করলো হলদিয়ার উপকূল রক্ষীবাহিনী। রাতের অন্ধকারে এই ট্রলারটি সন্দেহ জনক ভাবে রূপনারায়ণ, দামোদর ও হুগলী নদীর সংযোগস্থলে ঘোরাফেরা করছিল। টহলদার হোভারক্রাফ্টের কোস্টগার্ড-এর জওয়ানরা দূরবীনের সাহায্যে তাদের দেখতে পান।পালাতে না পেরে পূর্ব মেদিনীপুরের গেঁওখালীর কাছে নাটশাল এ নদীর পাড়ে একটি ঝোপের আড়ালে ট্রলার ঠেকিয়ে জলদস্যুরা লুকিয়ে থাকে।সকালে ট্রলারটি আটক করেছে কোস্টগার্ড। পরে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। ট্রলার ভর্তি বহুমূল্যবান সামগ্রী রয়েছে বলে রক্ষীবাহিনীর পশ্চিমবঙ্গের ডি আই জি সত্যরঞ্জন দাস জানিয়েছেন। ধৃতদের উদ্ধার করে এবং বহুমূল্যবান সামগ্রী সহ হলদিয়ায় আনা হচ্ছে।