রাজ্য
জগদ্দল জুট ইন্ডাস্ট্রিজ বন্ধ হয়ে গেল।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- আজ সেপ্টেম্বর মাসের প্রথম লকডাউনের দিনেই উত্তর ২৪ পরগনার জগদ্দল জুট ইন্ডাস্ট্রিজ চটকল বন্ধ হয়ে গেল। কর্তৃপক্ষ মিলগেটে সাসপেনশন অফ ওয়ার্ক নোটিশ জারি করেন। এর ফলে মিলের স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ৫ হাজার শ্রমিক বেকার হয়ে পড়লেন। এদিন সকালে কাজে যোগ দিতে গিয়ে শ্রমিকরা দেখতে পায় মিলের গেটে তালা ঝুলছে। শ্রমিকরা এখন দিশেহারা অবস্থায় রয়েছে।