রাজ্য
সেপ্টেম্বর মাসের প্রথম লকডাউন।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- সেপ্টেম্বর মাসের প্রথম লকডাউন আজ। এই লকডাউনে মানুষকে ঘরবন্দি করতে সকাল থেকেই শুরু হয়েছে নাকা চেকিং নদীয়া জেলা জুড়ে। কৃষ্ণনগর পুলিশ জেলা এবং রানাঘাট পুলিশ জেলা সর্বত্রই চলছে পুলিশের টহলদারি। নাকা চেকিং চলছে দক্ষিনে কল্যাণী থানা এলাকা থেকে শুরু করে উত্তরে করিমপুর পলাশী পর্যন্ত। আবার পূর্বের কৃষ্ণগঞ্জ থানা এলাকা থেকে শুরু করে পশ্চিমে নবদ্দীপ পর্যন্ত। পুলিশ সকাল থেকেই বাইক চালক গাড়ি চালক থেকে শুরু করে সাইকেল চালকদের উপর পুলিশের নজরদারি ছিল। তাদেরকে বাইরে বেরোতে নিষেধ করছে।