জগদ্দল এটিএম কাণ্ডে গ্রেফতার ২ মূল অভিযুক্ত ।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- ২৬ শে আগস্ট জগদ্দল থানা এলাকার আতপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এ টাকা ভরতে গিয়ে ৮৫ লাখ টাকা ভর্তি ক্যাশ ভ্যান নিয়ে চম্পট দেয় চালক । জগদ্দল থানায় অভিযোগ দায়ের করার পরেই ওই রাতেই বীজপুর থানা এলাকা থেকে পুলিশ ক্যাশ ভ্যান এবং খালি ট্রাঙ্ক উদ্ধার করে। পুলিশ প্রাথমিক অনুমানেই বুঝে যায় ওই টাকা ক্যাশ ভ্যানের চালকই নিয়ে পালিয়েছে। তবে এই কাজ করার একা করার সাহস পাবে না এর সাথে আরো কেউ জড়িত রয়েছে। সেই মতোই তদন্তে নামে পুলিশ । এই ক্যাশ ভ্যান কাণ্ডে মূল অভিযুক্ত রাজ হালদার এবং তার বন্ধু তন্ময় এর স্ত্রী পৌলোমী দে কে গ্রেফতার করে এবং তার কাছ থেকে তিন লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করে। তল্লাশি চালাতে গিয়ে পুলিশ জানতে পেরেছে যে রামপুরহাটে নাকা চেকিং চালানোর সময় একটি ছোট মাছের গাড়ি নিয়ে পালানোর সময় রাজ এবং তন্ময় চেকিং এর মুখোমুখি না হয়ে পুলিশ দেখে তারা গাড়ি ফেলে চম্পট দেয়। পুলিশ মাছের ক্রেটের তলা থেকে বিপুল টাকা উদ্ধার করে । সাথে সাথে পুলিশ চিরুনি তল্লাশি শুরু করে ওই দুই অভিযুক্তকে গ্রেফতার এর জন্য। তল্লাশি চালিয়ে প্রথমদিকে তাদের ধরতে পারেনি। তাদের খোঁজে বিহার ঝাড়খন্ড পর্যন্ত ছুটেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা পুলিশ এবং তদন্তকারী অফিসার। অবশেষে তাদের গ্রেফতার করা হয় বিজপুর ও নৈহাটি এলাকা থেকে। রাজ হালদারকে পুলিশ গ্রেফতার করে বীজপুর এলাকা থেকে। অপরদিকে তন্ময়কে গ্রেফতার করা হয় নৈহাটি থানা এলাকা থেকে। রাজ হালদারের বাড়ি কল্যানী গয়েশপুরে এবং তন্ময়ের বাড়ি কল্যাণীতে। জগদ্দল থানার পুলিশ ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়ার জন্য ব্যারাকপুর কোর্টে আবেদন করতে চলেছে।