ভুলিনি ছত্রধরের ভূমিকা, ভুলিনি জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের অ্যাক্সিডেন্টের কথাও: মুকুল রায়
নিউস বেঙ্গল 365, নিউসডেস্ক: দীর্ঘদিন পরে ঝাড়গ্রামে এসে খুশি বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন, বহু লড়াইয়ের ফসল হল ঝাড়গ্রাম। তিনি বলেন, ২০০৯, ২০১০, ২০১১ সালে তিনি ঝাড়গ্রামকে দেখেছেন। তাঁর অভিযোগ সেই অর্থে ঝাড়গ্রামের উন্নয়ন হয়নি। বিজেপি ঝাড়গ্রামের উন্নয়ন চায়, অনুন্নয়নকে দূর করতে চায়। জঙ্গলমহলে মাওবাদী পোস্টার নিয়ে শাসকদলের অভিযোগ বিজেপির দিকে, এই ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেন, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই, পোস্টার নিয়ে নিরপেক্ষ তদন্ত হোক, তাতে যদি বিজেপি এই ঘটনায় যুক্ত প্রমাণিত হয়, তাহলে অভিযোগ মেনে নেওয়া হবে। অন্য দিকে, ঝাড়গ্রামে ছত্রধর মাহাতর ভূমিকা নিয়েও তৃণমূলকে আক্রমণ করেন মুকুল রায়। মুকুল রায় বলেন ২০০৯, ২০১০ সালের ইতিহাস দেখলেই বলা যায় ঝাড়গ্রামকে পিছিয়ে দেওয়ার মূলে কারা। ছত্রধরের ভূমিকা তিনি ভোলেননি। তিনি ভোলেননি জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের অ্যাক্সিডেন্টের কথাও।এদিন তাঁর সফরসঙ্গী ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় এবং ঝাড়গ্রামের বিজেপি সভাপতি সুখময় শতপতি , ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম ও জেলার পর্যবেক্ষক জ্যোতির্ময় মাহাত।