রাজ্য
এক মহিলার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- এক মহিলার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। নদীয়ার শান্তিপুর থানা ফুলিয়ার বয়রা এলাকার ঘটনা। ঘরের মধ্যে মেঝেতে দীর্ঘক্ষন পড়েছিল মৃতদেহ। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ। ঘটনার পর পলাতক স্বামী তাপস ঘোষ। ওই মৃতদেহ গলায় ফাঁস দেওয়ার দাগ রয়েছে। মৃতের নাম সুজাতা ঘোষ বয়স আনুমানিক ২৫ বছর।। স্বামী তাপস ঘোষ শ্রমিকের কাজ করতেন। মদ্যপান কড়ার কারনে মাঝে মধ্যেই সংসারে অশান্তি লেগে থাকত । তবে কী কারণে মৃত্যু, খুন নাকি আত্মহত্যা তা এখনো স্পষ্ট নয়। ঘর থেকে মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।