রাজ্য
১৫ দফা দাবিতে ডি,ওয়াই,এফ,আইএর র্যলি
সৌরেন দাস, নিউস বেঙ্গল 365, আসানসোল: আজ যে তৃনমুল, কাল সে বি,জে,পি। কুলটির মানুষের অভাব অভিযোগের কোনো শুনবাই নেই। এছারাও ঘটে চলছে বিভিন্ন অসামাজিক কাজ, গোদের উপর বিষ ফোড়া যত্রতত্র গজিয়ে উঠা মদের দোকান, এছাড়াও জুয়া সাট্টায় অস্থির কুলটি বাসি, তার প্রত্যক্ষ সমর্থন করছে শাসক দল এই রকম বিভিন্ন অভিযোগ সহ ১৫ দফা দাবিতে আজ কুলটি তে র্যলি করে ডি,ওয়াই,এফ,আই। র্যালি শুরু হয় কুলটিতে ও শেষ হয় নিয়ামাতপুরে। এদিন তারা দাবি করেন কুলটি তে কোভিড হাসপাতাল চাই, ফ্লাই অভার চাই, স্কুল ফি মাফ করতে হবে। এদিন ডি,ওয়াই, এফ,আই,এর দলনেত্রী মিনাক্ষী মুখার্জ্জি জানায়।(বাইট)।এই র্যালিতে পথে হাটেন প্রায় ১০০০ খানেক মানুষ।