ব্যবসায়ীর রহস্যজনক ভাবে খুনের ঘটনায় চাঞ্চল্য।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- নিজের দোকানে এক ব্যবসায়ীর রহস্যজনক ভাবে খুনের ঘটনায় চাঞ্চল্য নদিয়ার কৃষ্ণনগরে। নদিয়ার কৃষ্ণনগর কলেজস্ট্রিট এলাকার বাসিন্দা গোবিন্দ চন্দ্র গড়াই নামের ওই স্বর্ণ ব্যবসায়ীকে দোকানে ঢুকে গলায় স্কিপিং এর দড়ি জড়িয়ে শ্বাসরোধ করে খুন করে চম্পট দেয় দুষ্কৃতীরা। পরিবার সূত্রে খবর, রবিবার সকালে নিজের বাড়িতে পুজো দিচ্ছিলেন গোবিন্দ বাবু। অভিযোগ, হটাৎ বাড়ির নিচে দোকানে কেউ এসেছে বলে দোকানে যান তিনি। অভিযোগ, এরপরেই বেশ কিছুক্ষণ কেটে গেলেও তিনি ওপরে না আসায় বাড়ির লোকজন দোকানে তাকে ডাকতে গেলে দোকানের ভিতর লকার রুমের মাটিতে তার নিথর দেহ দেখতে পান। পরিবারের অভিযোগ, সম্প্রতি কিছু ব্যক্তির সাথে দোকান ভাড়া নিয়ে অলোচনা চলছিল গোবিন্দ বাবুর। ব্যবসায়িক কোনো শত্রুতার জেরে এই খুন না এর পিছনে ডাকাতির সম্পর্ক রয়েছে, সেই নিয়ে তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।