জয়পুরের জঙ্গলে দাঁতালের আগমন।
নিউস বেঙ্গল 365, বাঁকুড়া: রবিবার সকালেই জয়পুরের জঙ্গলে দাঁতালের আগমন। ভোর প্রায় ৬.১৫ মিনিট নাগাদ হাতিগুলি জয়পুর রোড পার করে বলে বনদফতর সূত্রে খবর। এই দলটিতে তিন টি হস্তি শাবক সহ আটটি হাতি রয়েছে বলে জানাগেছে। বনদফতর সূত্রে খবর, কয়েকদিন আগে মেদিনীপুর ডিভিশন থেকে ১২ টি হাতি জয়পুর এলাকায় প্রবেশ করে। এরমধ্যে একটি হাতি চলে যায় সোনামুখী জঙ্গলে। দুটি হাতি ফের ঘুরে যায় মেদিনীপুর ডিভিশন এলাকায়। একটি হাতি দলছূট হয়ে অন্যত্র রয়েছে। আর এই দলটিতে বাকি আটটি হাতি রয়েছে। বর্তমানে হাতিগুলি বাসুদেবপুর বিট এলাকায় রয়েছে বলে বনদফতর সূত্রে খবর। হাতি গুলি রাতের দিকে অন্যত্র সরিয়ে যাওয়ার চেষ্টা করা হবে।বিষ্ণুপুর রেঞ্জার তপব্রত রায় জানালেন. এই মুহূর্তে আটটি হাতি হেড়েপারাবত বিট, ধবাপুকুর অবস্থান করছে আর দুটি হাতি মেদিনীপুর চলে গেছে।