রাজ্য
বাড়ীর ওপর গাছের ডাল পড়ে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- হুগলী জেলার চুঁচুড়া পুরসভার ২৮ নং ওয়ার্ডের কনকশালী বোস এলাকায় টালির বাড়ীর ওপর গাছের ডাল পড়ে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, একটি কদম গাছের ডাল আজ ভোর রাতে টালির চালের ওপর ভেঙ্গে পড়লে ঘরের ভিতরে ঘুমিয়ে থাকা বিজলী দাস নামে ঐ মহিলার মৃত্যু হয়। ভেঙে পড়া গাছের ডাল তাঁর শরীরে গেঁথে যায়। ছেলে ও স্বামীর চিৎকার শুনে পাড়া প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।