বারুইপুর কাছারি বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে হানা দিল ডিস্ট্রিক্ট এনফর্সমেন্ট ব্রাঞ্চ :
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- বেশ কিছুদিন হল রাজ্যে আলুর দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে আর নাভিশ্বাস উঠছে বাঙালির। রাজ্য সরকারের তরফ থেকে আলুর কিলো প্রতি দাম ২৭ টাকা বেঁধে দেওয়া হলেও প্রতিটি বাজারে আলুর দাম কিলো প্রতি ৩৩ টাকা থেকে ৩৬ টাকা করে নেওয়া হচ্ছে। তাই কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও সরকারি নির্দেশ মেনে আলু বিক্রি করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে বাজারে হানা দিল ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। রবিবার সকালে বারুইপুর কাছারি বাজারে উপচে পড়া ভিড়ের মধ্যে আলুর দোকানগুলিতে হানা দিল ডিস্ট্রিক্ট এনফর্সমেন্ট ব্রাঞ্চ। বারুইপুর পুলিশ জেলার ডিএসপি ডি ই বি মির্জা মীর কাসেমের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আলুর দোকান গুলোতে হানা দেয়। আলু ব্যবসায়ীদের কাছ থেকে চাওয়া হয় চালান। কত দামে আলু কিনছে ব্যবসায়ীরা এবং কত দামে বিক্রি করছে কি কি প্রকারের আলু সবটাই খতিয়ে দেখে এই দলটি। কোথাও কোথাও আলু ব্যবসায়ীদের বেশি দামে আলু বিক্রি করা হলে করা ব্যবস্থার হুঁশিয়ারিও দেওয়া হয়। সাংবাদিকদের ডিএস পি(ডিবি)মির্জা মীর কাশেম জানান অনেক কিছুই খতিয়ে দেখেছেন তারা । যদিও বাজারে আসা ক্রেতারা জানাচ্ছেন আলুর দাম বৃদ্ধি হওয়ায় সমস্যায় পড়েছেন তারা, তাই আলুর দাম কমা টা খুবই জরুরী বলে মনে করেন ক্রেতারা।