নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : বুথ ভিত্তিক কর্মী সভা থেকে কেতুগ্রামের প্রার্থীর নাম ঘোষণা অনুব্রত মন্ডলের। বিধানসভা নির্বাচনের ঘন্টা বেজে গেছে। সব রাজনৈতিক দলেরই প্রস্তুতি শুরু হয়ে গেছে। নিজের জেলা বীরভূমে বুথ ভিত্তিক কর্মী সভা শুরু করে দিযেছেন। নিয়মিত করে চলেছেন বুথ ভিত্তিক পর্যালোচনা। শুনছেন না অনুন্নয়নের কথা। তার সামনে শুধুই বলতে হবে উন্নয়নের কথা না হলেই সরিয়ে দেয়ার বার্তা। সব সময় বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকতে ভালোবাসেন না কি কাকতালীয় ভাবে বিতর্কে জড়িয়ে পড়েন সেটা তিনি ভালো বলতে পারবেন। তবে তিনি তার বক্তব্যের মাধ্যমে মাঝে মাঝেই সংবাদের শিরোনামে চলে আসেন।শনিবার আবার সংবাদের শিরোনামে বোলপুরের কেষ্ট মন্ডল। এদিন কেতুগ্রাম ১ ব্লকে বুথ ভিত্তিক কর্মীসভায় তৃণমূলের সব রীতিনীতি ভেঙে আর পিকের টিমের নজরদারি উপেক্ষা করে তার নিজের জেলার কেতুগ্রাম আসনের প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, বর্তমান বিধায়ক শেখ শাহনওয়াজই পরবর্তী প্রার্থী হবেন। পরে সাংবাদিকদের অনুব্রত বলেন, দলনেত্রী প্রার্থী তালিকা ঘোষণা করবেন। অনুব্রতর ঘোষণা ছড়িয়ে পড়তেই তৃণমূলের অন্দরমহলে জল্পনা শুরু হয়ে গেছে তবে কি অনুব্রত দলের উর্দ্ধে না কি দিদির প্রিয় কেষ্টর সব কিছু মাফ!
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close
-
ঘুমন্ত অবস্থায় এক যুবককে থেঁতলে দিল দলছুট এক দাঁতাল।
April 10, 2021