তারকেশ্বর মন্দির, আজ থেকে পুনরায় খুলে গেল ভক্তদের জন্য।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- করনা মহামারীর জন্য প্রায় সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর হুগলী জেলার তারকেশ্বর মন্দির, আজ থেকে পুনরায় খুলে গেল ভক্তদের জন্য। সকাল ৬ টা থেকে দুপর ১২ টা পর্যন্ত মন্দির খোলা হয়। করোনা মহামারী পরিস্থিতিতে সমস্ত করোনা বিধি মেনেই খোলা হয়। তবে ভক্তদের এখনই গর্ভগৃহে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। দূর থেকেই বাবা তারকনাথকে দর্শন করেতে হবে। তবে পুজো দিতে পারছেন ভক্তরা। আজ প্রথম দিনে স্থানীয় ভক্তরা পুজো দিতে পেরে খুশি। স্থানীয় বেশকিছু পূণ্যার্থী সকাল সকাল মন্দিরের গেটের সামনে পুজো দিতে লাইনে দাঁড়িয়ে পড়েন। পুজো দিতে আসা ভক্তরা জানালেন লকডাউনে বাবা তারকনাথের পুজো দিতে পারেননি তাই মন্দির খোলার খবর পেয়ে মনটা খুশিতে ভরে যায়। স্থানীয় ব্যবসায়ী থেকে পূজারীরা সবাই খুশি। প্রথম দিন ভক্ত সমাগম কম হওয়ায় ব্যবসায়ীদের কেনাকাটা কম হয়েছে। তবে মন্দির খোলার সিদ্ধান্তে তাঁরা স্বস্তি পেয়েছেন বলে জানান।