রাজ্য
চোরাই পথে আসা বাংলাদেশি ইলিশ বাজেয়াপ্ত।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- মুর্শিদাবাদ জেলার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের জলঙ্গীর ফরাজীপাড়ায় বিএসএফের ১৪১ নাম্বার ব্যাটেলিয়নের জওয়ানরা ১৯০ কিলোগ্রাম বাংলাদেশি ইলিশ মাছ বাজেয়াপ্ত করেছে। গত রাতে ছয় থেকে সাত’জন পাচারকারী দু’টি ছোট নৌকোয় করে পাঁচ বস্তা ভর্তি বাংলাদেশী ইলিশ মাছ পদ্মা নদী পার করে ভারতীয় সীমান্তের অনুকূলে আসছিলো। সে সময় কর্তব্যরত টহলদারি বিএসএফ জওয়ানরা তাদের আটক করে । বিএসএফের ১৪১ নং ব্যাটেলিয়নের ইন্সপেক্টর বাসুদেব শর্মা একথা গনমাধ্যমকে জানিয়েছেন।