রাজ্য
মালদা থেকে জাল নোট চক্রের মূল পান্ডাকে গ্রেফতার করলো এনআইএ।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- 2018 সাল থেকে পলাতক জাল নোট চক্রের মূল পান্ডাকে মালদা থেকে গ্রেফতার করলো এনআইএ। ধৃত ব্যাক্তির নাম এনামুল হক। তার বিরুদ্ধে বাংলাদেশে তার মাথার দাম ছিল 25,000 টাকার।এনআইএ সূত্রে জানা গেছে, ধৃত এনামুল ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে তার সহযোগীদের কাছ থেকে জাল ভারতীয় নোট সংগ্রহ করতো এবং তা ভারতে ছড়িয়ে দেয়ার জন্য তার সহযোগী মোহাম্মদ মাহাবুব বেগ এবং সৈয়দ ইমরানকে সরবরাহ করতে মূল দায়িত্ব পালন করেছিল। 2018 সালে এনামুল হক মালদাতে তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছিল।2018 সালের পর থেকে পলাতক এনামুল হকের বিরুদ্ধে তার সহযোগীদের নিয়ে একটি সুসংহত জাল নোট চক্রের র্যাকেট চালানোর অভিযোগ রয়েছে।