করোনা পরিস্থিতিতে ডাকাতির ঘটনায় এলাকার মানুষের কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- নবদ্বীপ থানার অন্তর্গত বাবলারি গ্রামে ডাকাতির করার জন্য জড়ো হওয়া ৬ ডাকাতকে গ্রেফতার করল নবদ্বীপ থানার পুলিশ। বুধবার ধৃতদের নবদ্বীপ আদালতে তোলা হলে আদালতের বিচারক ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।পুলিশ সূত্রে জানা গিয়েছে যে গোপন সূত্রে খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ মঙ্গলবার গভীর রাতে বাবলারি গ্রামের নিত্যানন্দপুর এলাকায় অভিযান চালায়। দুষ্কৃতীরা একটি অ্যাম্বুলেন্সে করে ধারালো অস্ত্র লোহার রড সহ একাধিক দেশিয় আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর সময় দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করেছিল কিন্তু পুলিশ সকলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। দুষ্কৃতীদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চলছে এবং এর সাথে আরো কেউ যুক্ত আছে কিনা সে সম্পর্কেও খোঁজ-খবর নেয়া হচ্ছে। করোনা পরিস্থিতিতে এই ধরনের ঘটনা এলাকার মানুষের কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তবে পুলিশ জানিয়েছে আমাদের টহল অভিযান অব্যাহত রয়েছে কোনরকম ইনফরমেশন পেলে আমরা দ্রুত পৌঁছে যাব এবং করা আইনি ব্যবস্থা নেয়া হবে দুষ্কৃতীদের বিরুদ্ধে।