রাজ্য
অবৈধ দেশীয় রাইফেল সহ দু’জন ব্যক্তি গ্ৰেপ্তার।

নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- গতকাল ০১.০৯.২০২০ তারিখে একটি নির্ভরযোগ্য উৎস থেকে একটি তথ্য পাওয়া গেছে যে একটি অবৈধ দেশী রাইফেল নিয়ে দু’জন ব্যক্তি টাকার বিনিময়ে রাইফেল হস্তান্তর করতে নাজিরপুরের দিকে যাচ্ছে। ততক্ষনাত তথ্যের ভিত্তিতে নাজিরপুর আই.সি-র এসআই পঙ্কজ বৈরাগী ও তার বাহিনী নিয়ে থানারপাড়ার বাজখাপাড়ার মেহেরাজ মন্ডল (৩২), পিতা আবদুল রশিদ মন্ডল এবং আলম শেখ (২৪), পিতা সবুর শেখ এই দুজনকে জয়রামপুর বিএমবি ইট ভাটার কাছে আটক করে এবং একটি অবৈধ দেশী রাইফেল উদ্ধার করে। অস্ত্র রাখার ও বহন করার কোনও বৈধ কাগজপত্র না থাকায় তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং সাথে একটি ইয়ামাহা কালো রঙের মোটরসাইকেল ও জব্দ করা হয়। এবং অস্ত্র আইনে ২৫(১.বি)(এ) ধারায় তাদের বিরুদ্ধে মামলা শুরু করা হয়।