জগদ্দলে ৮৫ লাখ টাকা ভর্তি গাড়ি গায়েবের ঘটনায় এক মহিলা গ্রেফতার।
নিউজ বেঙ্গল ৩৬৫:- 29সে অগাস্ট ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর অন্তর্গত জগদ্দল থানা এলাকার আতপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এ ভরার জন্য আনা ৮৫ লাখ টাকা নিয়ে চম্পট দিয়েছিল গাড়ির চালক। গাড়ির চালকের নাম রাজ হালদার। গাড়ির চালক রাজ হালদারের খোঁজে জগদ্দল থানার ভারপ্রাপ্ত তদন্তকারী আধিকারিক দেবর্ষি সিনহার নেতৃত্বে দুটি টিম এই মূহুর্তে বিহারে। বিহারের নানা স্থানে তল্লাশি চালাচ্ছে । এছাড়া ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর গোয়েন্দা বিভাগের তদন্ত করছে বলে পুলিশ সূত্রে খবর। রাজ হালদার এবং তার বন্ধু তনময় দে এর দিকেই পুলিশের নজর। উল্লেখ্য রাজ হালদারের একটি বাড়ি রয়েছে গয়েশপুরে যদিও সেই গাড়ির চালকের কোন খোঁজ মেলেনি। তবে বীজপুর থানা এলাকায় থেকে গাড়িটি এবং ফাঁকা ট্রাংক উদ্ধার করে পুলিশ। পরে তদন্ত চালিয়ে চার লাখ টাকা উদ্ধার করে বীজপুর থানার পুলিশ। এই কাণ্ডে পুলিশের সন্দেহে জড়িত রয়েছে রাজ হালদারের বন্ধু তন্ময় দে। এই তন্ময় দে এর স্ত্রী পৌলোমীকে পুলিশ গ্রেফতার করেছে । তার কাছ থেকে পুলিশ তিন লক্ষাধিক টাকা উদ্ধার করেছে। পৌলোমী আবার রাজ এবং তন্ময়ের এক কাঠি উপরে। পৌলোমী প্লান করেছিল তাদের দুজনকে হটিয়ে গোটা টাকা নিয়ে অন্য কোথায় গিয়ে আজীবন সুখে কাটিয়ে দেবেন। তার আগেই পুলিশের হাতে ধরা পড়েছে পৌলোমী। বীজপুর থানার আইসি পরিষ্কার জানিয়েছেন আমার থানা এলাকায় কোন অপরাধই ছাড় পাবে না। যুগ্ম-কমিশনার অজয় ঠাকুর আগেই জানিয়েছেন যে অভিযুক্তকে ধরা হবেই, ছাড় পাবে না,পালিয়ে গিয়েও বাঁচতে পারবেনা। সিসিটিভি ফুটেজ দেখে তল্লাশি চলছে।