সুরেশ রায়নার কাকা অশোক কুমার এক দুষ্কৃতী হামলায় প্রাণ হারিয়েছেন।
নিউজ বেঙ্গল ৩৬৫:- সুরেশ রায়না ব্যক্তিগত কারণ দেখিয়ে এবারের আইপিএল খেলছেন না তাই তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন। গত শনিবার আমিরশাহি থেকে দেশে ফিরেছেন তিনি। প্রকৃত কারণটা যদিও স্পষ্ট করেননি রায়না। মনে করা হচ্ছে, সিএসকে শিবিরে করোনা সংক্রমণ ছড়ানোর জেরে কোনও ঝুঁকি না নিয়েই আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়ে দেশে ফিরেছেন রায়না ৷ অন্যদিকে তাঁর পরিবারের জন্য একটা দুঃসংবাদ এল পাঞ্জাবের পাঠানকোটের মাধোপুরে সুরেশ রায়নার কাকা অশোক কুমার এক দুষ্কৃতী হামলায় প্রাণ হারিয়েছেন। ৫৮ বছর বয়সী অশোক কুমার ছিলেন সরকারি কর্মী।
পুলিশ সূত্রে খবর কাকা অশোক কুমারের মৃত্যুর পাশাপাশি পরিবারের ৪ জন গুরুতর জখম হয়েছেন। আহতদের ভর্তি করানো হয়েছে পাঠানকোটের একটি হাসপাতালে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে বলে জানা যায়। এক জনকে ইতিমধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ অনুমান করা হচ্ছে যে রায়নার হঠাৎই আমিরশাহি থেকে দেশে ফেরার কারণ এমনটা হতে পারে। পাঠানকোটের সিনিয়র পুলিশ সুপার গুলনীত সিং খুরানা জানিয়েছেন, গত ১৯ আগস্ট মধ্যরাতে পাঠানকোটের মাধোপুরের কাছে থরিয়াল গ্রামে অশোক কুমারের বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। ডাকাতি করার উদ্দেশেই এই হামলা বলে পুলিশের প্রাথমিক অনুমান।সেই সময় বাড়ির সবাই ঘুমোচ্ছিলেন। অশোক কুমারের মাথায় আঘাত লাগলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার তদন্ত চলছে। ডাকাত দল বাড়ি থেকে টাকা ও সোনা-গয়না লুঠ করে পালিয়েছে বলে পুলিশ জানিয়েছে।