রাজ্য
তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে থাবা বসালো বিজেপি।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : রবিবার হাওড়া গ্রামীণ জেলায় চার শতাধিক কর্মী যোগ দিলেন বিজেপিতে। এদিন তৃণমূল, কংগ্রেস এবং সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। সংখ্যালঘু সমর্থকদের এই দলবদলে মুখে যুদ্ধ জয়ের হাসি গেরুয়া শিবিরে।হাওড়া গ্রামীণ জেলা বিজেপির কার্যালয়ে এই দলবদল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলার সভাপতি শিবশঙ্কর বেজ, রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি আলি হোসেন সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। তাঁরা যোগদানকারী রাজনৈতিক কর্মীদের হাতে বিজেপির পতাকা তুলে দেন।