কেষ্টর গড়ে মুকুলের হানা !তৃণমূল নেতার বাড়িতে দাঁড়িয়েই বললেন, বিজেপির জয় অবশ্যম্ভাবী।
নিউস বেঙ্গল 365, নিউজডেস্ক: রবিবার দুপুরে নলহাটি দুনম্বর ব্লকের তৃণমূল সভাপতি বিভাস অধিকারির আশ্রমে সটান হাজির মুকুল রায়। তৃণমূল নেতার বাড়িতে গিয়ে তিনি বিজেপির জয়গানও গাইলেন। আর মুকুলের কেষ্টর গড়ে হানা দেয়া নিয়ে ফের চর্চা শুরু রাজ্য রাজনীতিতে।নলহাটি দুন্বর ব্লকের নবহিমায়েতপুরে অনুকুল চন্দ্রের ওই আশ্রমটি প্রতিষ্ঠা করেন বিভাস অধিকারি। তাঁর আমন্ত্রণে সাড়া দিয়ে মুকুল রায় রবিবার হাজির হন তৃণমূল নেতার মন্দিরে। আশ্রমের অতিথিশালার বন্ধ কামরায় একান্তে বেশ খানিকক্ষণ কাটান দুজন। মুকুল রায় বলেন, বিভাস আমার পুরনো সঙ্গী, আমাকে পুজোয় আমন্ত্রণ জানিয়েছিল। না করতে পারিনি। মানুষের ভালোবাসার তাগিদ আর ঠাকুরের প্রতি শ্রদ্ধাই টেনে নিয়ে এসেছে তাঁকে নলহাটিতে বিভাস অধিকারীর বাড়িতে। তিনি আরো বলেন, ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে রাজনীতিকে গুলিয়ে ফেলবেন না। রাজনীতি রাজনীতির জায়গায়। এরপর তৃণমূল নেতার বাড়িতে দাঁড়িয়েই মুকুল রায় বলেন, ২০২১-এ বিজেপির জয় অবশ্যম্ভাবী।মুকুল রায়ের তার বাড়িতে আসা প্রসঙ্গে বিভাসবাবু বলেন, আশ্রমে যে কেউ আসতে পারেন। ব্যক্তিগত সম্পর্কের জোরে মুকুলদা আমার বাড়িতে এসেছেন। তাছাড়া কিছুদিন আগে আমি পথ দুর্ঘটনায় জখম হয়েছিলাম। তাই মুকুলদা আমাকে দেখতে এসেছেন। অযথা রাজনৈতিক রং চড়াবেন না। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। সূত্রে খবর, এদিন আশ্রমে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ করম খানও। যদিও তাকে বাইরে দেখা যায় নি। জেলায় এনিয়েও রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে ।