নিউস বেঙ্গল 365, আলিপুরদুয়ার: দলবদলের বাজারে সরগরম উত্তরবঙ্গের আলিপুর দুয়ার। বাংলার রাজনীতির ময়দানে প্রতিনিয়ত চলছে দলবদল । কখনো ঘটা করে এই দল থেকে ওই দল বা কখনো নিজের দলে ফিরে আসা, সব চলছে মহা সমারোহে। একে অপরকে টেক্কা দেয়ার পালা, সঙ্গে গুজবের ফুলঝুরি। কিছু ঘটলেই ধরে নেয়া হচ্ছে দলবদল পাক্কা ! এই মূহুর্ত্তের বরো খবর, আলিপুরদুয়ারের প্রভাবশালী তৃণমূল নেতা, আলিপুরদুয়ার জেলাপরিষদের মেন্টর মোহন শর্মা রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তা পুরোপুরি ফিরিয়ে দিলেন। মোহন শর্মা এই মুহুর্ত্বে জয়গাঁ উন্নয়ন পরিষদের সহ সভাপতি, আলিপুরদুয়ার জেলা আইসিডিএস কমিটির চেয়ারম্যান, ডুয়ার্স কালচারাল ডেভেলমমেন্ট কমিটির চেয়ারম্যান এবং তৃণমূলের চা শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি। এই রকম একজন হাই প্রোফাইল হেভিওয়েট নেতার এহেন সিদ্ধান্তে বাজার গরম বাংলার রাজনৈতিক মহলে।সূত্রে খবর, ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনের পর থেকে তাঁর নিরাপত্তা বাড়ানো হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে হোমগার্ড, এসকর্ট, ব্যক্তিগত নিরাপত্তারক্ষী দেয়া হয়েছিল। সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে মোহন শর্মা এবং তাঁর অনুগামীদের দলে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে, তাই, সেই ক্ষোভ থেকেই এই সিদ্ধান্ত। তার পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্ত জানা না গেলেও, এই খবরে বিজেপি শিবিরে খুশির হাওয়া।
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close