রাজ্য
শাড়িতেই রয়েছে সম্পূর্ণ কৃত্তিবাসী রামায়ণ।
নিউজ বেঙ্গল ৩৬৫:- একটি শাড়িতেই রয়েছে সম্পূর্ণ কৃত্তিবাসী রামায়ণ। নদীয়ার ফুলিয়া তাঁত শিল্পীরা এটি প্রস্তুত করেছেন। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক জানিয়েছেন, এক’বছর সময় লেগেছে শাড়িটি প্রস্তুত করতে। তার দাম আড়াই লক্ষ টাকা। শাড়ি বুননের জন্য মজুরি ধরা হয়েছে এক’লক্ষ আশি’হাজার টাকা। .
