নিউজ বেঙ্গল ৩৬৫:- ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর অন্তর্গত জগদ্দল থানা এলাকার আতপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এ টাকা ভরার জন্য আনা ৮৫ লাখ টাকা নিয়ে চম্পট দিয়েছে গাড়ির চালক। গাড়ির চালকের কোন খোঁজখবর এখনও মেলেনি। বীজপুর থানা এলাকার হাইরোড সংলগ্ন এলাকা থেকে গাড়িটি এবং ফাঁকা ট্রাংক উদ্ধার করেছে পুলিশ। চালক এবং টাকার খোঁজে তল্লাশি চলছে এখনও। ওই চালকের বাড়ি কল্যাণী থানা এলাকার গয়েশপুরে, চালকের বাড়ি তদন্তে গিয়েছিল পুলিশের তদন্তকারী অফিসারেরা । কিন্তু সঠিক তথ্য মেলেনি বলে পুলিশ সূত্রে খবর।যে বেসরকারি সংস্থাকে এই টাকা ভরার দায়িত্ব দেওয়া হয়েছিলো তারা জানিয়েছে খুব বিশ্বস্ত ছিলো এই অভিযুক্ত চালক। দীর্ঘদিন ধরে কাজ করছে টাকা ভরার । কোনদিনও এরকম ঘটনা ঘটেনি। তাদের সন্দেহ ওই গাড়ির চালককে অপহরণ করা হয়েছে। পুলিশ সবদিক খতিয়ে দেখেই তদন্ত এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে। যুগ্ম-কমিশনার অজয় ঠাকুর জানিয়েছেন অভিযুক্তকে ধরা হবেই, ছাড় পাবে না,পালিয়ে গিয়ে ও বাঁচতে পারবেনা। সিসিটিভি ফুটেজ দেখে তল্লাশি চলছে।
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close