রাজ্য
৫ বছর বয়সের শিশুকে ফেলে রেখে চলে যায় পরিবারের লোকেরা।
নিউজ বেঙ্গল ৩৬৫:- কৃষ্ণনগরে পান্ততীর্থ মোড়ে একটি ৫ বছর বয়সের শিশুকে ফেলে রেখে চলে যায় পরিবারের লোকেরা বলে অভিযোগ উঠেছে। জাগুলী মোড় থেকে বাচ্চাটিকে নিয়ে তার দিদা বহরমপুর যাওয়ার উদ্দেশ্যে বাস ওঠে। কৃষ্ণনগর পান্থতীর্থে বাস দাঁড়ালে শিশুটি নামে। পরে তার বাড়ির লোককে আর খুঁজে পায়নি বলে অভিযোগ। শিশুটিকে ইচ্ছাকৃত ফেলে রেখে গেছে কিনা বা তার দিদা ফের বাসে উঠতে পারলেও শিশুটি বাসে উঠতে পারেনি, ঠিক কি ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় রাখা হয়েছে। কোতোয়ালি থানার পুলিশ বাচ্চাটিকে পরিবারের হাতে তুলে দেয়ার জন্য চেষ্টা চালাচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।