মাদার তেরেসার ১১০ তম জন্ম দিবস উপলক্ষে রক্তদান শিবির।

নিউজ বেঙ্গল ৩৬৫,সাগর: দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরদ্বীপের সুন্দরবন জনকল্যান সংঘ বিদ্যানিকেতন পক্ষ্য থেকে মাদার তেরেসার ১১০ তম জন্মদিন উপলক্ষে চৌরঙ্গীতে রক্তদান শিবিরের আয়োজন করে। রক্তদান শিবিরের উদ্বোধন করেন সাগর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুদীপ্ত মণ্ডল, সাগর বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা, সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেন্দ্রনাথ খাঁড়া, ভারত সেবাশ্রম সংঘের মহারাজ ছাড়া বিশিষ্ট অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন l বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা প্রধান অতিথির ভাষণে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে ও অনুপ্রেরণায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে l এই রক্তদান শিবিরে সরকারি কর্মচারী ছাড়া ও সর্বস্তরের মানুষ সহ সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে এই মহতী রক্তদান শিবিরে রক্ত দান করেন l রক্তদান মানে জীবন দান মানুষের জীবনে রক্তের সবথেকে বড় প্রয়োজন l সাগর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সাগরদ্বীপের বুকে রক্তদান শিবিরে মানুষের এগিয়ে আসা কে কুর্নিশ জানান l কাকদ্বীপ মহাকুমা হাসপাতাল এবং কোঠারি রক্ত সংগ্রহ করেন। ৮৩০ জন রক্তদাতা রক্ত দেন l