পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় মাঝ মাঠে টর্নেডোর মত ঘূর্ণিঝড় :-নিউজ বেঙ্গল 365: –
পশ্চিমবঙ্গে সচরাচর এমন ঘূর্ণিঝড় আগে কখনো দেখা যায় নি। তবে সোমবার এমনই ঘটনার স্বাক্ষী থাকলো বাঁকুড়া। মাঠের মাঝে হঠাৎ টর্নেডোর মত একটি ঘূর্ণিঝড় লক্ষ্য করেন স্থানীয়রা। এই ঘূর্ণিঝড়ের কবলে পড়ে মাঠের বেশ কিছু ফসল নষ্ট হয়ে যায় । তবে ফাঁকা মাঠের মাঝে এমন ঘূর্ণিঝড় হওয়ায় কোনরকম প্রাণহানি অথবা বাড়িঘর ভেঙ্গে পড়ার মতো ঘটনা ঘটেনি।ঘটনাটি ঘটেছে সোমবার বিকাল বেলায়, বাঁকুড়া জেলার পাত্রসায়র থানার অন্তর্গত জামকুড়ি পঞ্চায়েতের তালসাগ্রা গ্রামে। আর এমন বিরল ঘটনা দেখেই স্থানীয় বাসিন্দারা সেই মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করেন। সেই ছবি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েযায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঘূর্ণিঝড়ের তীব্রতা এতটাই ছিল যে জমির মধ্যে থাকা জল ৩০ ফুট পর্যন্ত উচ্চতায় উঠে যায়। আর এলাকার বাসিন্দারা কয়েকশো ফুট দূর থেকে সেই দৃশ্য দেখতে থাকেন।