নাবালিকা স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করল নবদ্বীপ থানার পুলিশ।

নিউজ বেঙ্গল 365, নাদিয়া: – নাবালিকা স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে অভিযুক্ত যুবক সহ তার বাবাকে গ্রেফতার করল নবদ্বীপ থানার পুলিশ। পুলিশ জানায়, গ্রেফতার হওয়া অভিযুক্তরা হলেন, রহিম শেখ ও তার বাবা আলতাফ শেখ। তাদের রবিবার সন্ধ্যায় কৃষ্ণনগর জেলা আদালতের বাইরে থেকে গ্রেফতার করা হয়। পাশাপাশি উদ্ধার করা হয় অপহৃত স্কুল ছাত্রী ওই নাবালিকা। সোমবার দুপুরে মূল অভিযুক্ত রহিম শেখ সহ দুজনকে ভারতীয় দণ্ডবিধির ৩৬৩, ৩৬৬ ও ৩৪ ধারায় মামলা রুজু করে নবদ্বীপ আদালতে পাঠান হয়।

পুলিশ ও পরিবার সূত্রে জানতে পারা যায়, নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জ পঞ্চায়েতের তিওরখালির মোজাফ্ফর কলোনির বাসিন্দা অপহৃত হওয়া বছর পনেরোর ওই নাবালিকা স্থানীয় একটি গার্লস স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। নাবালিকার বাবার অভিযোগ চলতি মাসের ১৯ অগস্ট বিকালে পাড়ার দোকানে যাওয়ার নামে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় আমার নাবালিকা মেয়ে। তিনি আরও বলেন, সেদিন রাত নটা নাগাদ কর্মস্থল থেকে বাড়ি ফিরে জানতে পারি, পার্শবর্তী মণ্ডলপাড়ার রহিম শেখ নামে এক যুবক তার নাবালিকা মেয়েকে নানারকম প্রলোভন দিয়ে ফুসলিয়ে কোথাও নিয়ে গেছে। এই ঘটনায় শুধু রহিম শেখ’ই নন, তার পরিবারের লোকেরাও জাতির আছেন। তারপরই রবিবার সকালে মূল অভিযুক্ত রহিম শেখ ও তার বাবা আলতাফ শেখ সহ চারজনের নামে নবদ্বীপ থানায় লিখিতভাবে অপহরণের দায়ের করা হয়। অভিযোগ পেয়ে ঘটনার দ্রুত তদন্ত শুরু করে নবদ্বীপ থানার পুলিশ। এবং ওইদিন বিকেলেই গোপন সূত্রে খবর পেয়ে কৃষ্ণনগর জেলা আদালত এলাকায় হানা দেয় তদন্তকারী দল। সন্ধ্যায় মূল অভিযুক্ত সহ দুজনকে গ্রেফতার করার পাশাপাশি উদ্ধার করা হয় অপহৃত নাবালিকা স্কুল ছাত্রীকেও। যদিও অপর অভিযুক্তরা পলাতক বলে জানায় পুলিশ।
