কৃষ্ণনগর হাইওয়ে ট্রাফিক গার্ডের উদ্বোধন

নিউজ বেঙ্গল 365: – আজ কৃষ্ণনগর পিডি তে নাকাশীপাড়া হাইওয়ে ট্র্যাফিক গার্ড এবং তেহট্ট হাইওয়ে ট্রাফিক গার্ডের উদ্বোধন করা হয়েছে। উপস্থিত ছিলেন শ্রী বিবেক সাহা আইপিএস এডিজি ট্র্যাফিক, পশ্চিমবঙ্গ, মাননীয় এমআইসি, সংশোধন হোম, শ্রী উজ্জ্বল বিশ্বাস ও মাননীয়া সংসদ সদস্য মহুয়া মৈত্র এই অনুষ্ঠানের ফলক উন্মোচন করেন। বিধায়ক নাকাশিপাড়া শ্রী কল্লোল খান, বিধায়ক পলাশীপাড়া শ্রী তাপস সাহা এবং শ্রদ্ধেয় শ্রী জাফর আজমল কিদওয়াই, আইপিএস, এসপি, কৃষ্ণনগর পিডি, এছাড়াও বিসিষ্ট লোকজন উপস্থিত ছিলেন।
কৃষ্ণনগর পিডির জন্য এটি একটি গর্বিত দিন এই ট্র্যাফিক প্রহরীদের যোগ করা ও ট্র্যাফিক ব্যবস্থাপনার উন্নতি এবং রাস্তা সুরক্ষায় উন্নতি করতে সহায়তা করবে। রাস্তা সুরক্ষার সচেতনতা প্রচারের জন্য এডিজি ট্র্যাফিক একটি পতাকা প্রদর্শন করেন। সম্মানিত ডিএম নদিয়া, শ্রী বিভু গোয়েল, এডিএম জি, মিসেস নিধি মালিক, আরটিও, এনএইচএআই এবং পিডাব্লুডি কর্মকর্তাদের সাথে সড়ক নিরাপত্তা এবং সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা করেন।
কৃষ্ণনগর পিডি-এর সাহসী কোভিড যোদ্ধারা যারা ডিউটিতে ফিরে এসেছেন, তাদেরও আজ এডিজি ট্র্যাফিক সম্মাননা জানিয়েছেন।