রাজ্য
নদীয়ার ফুলিয়ায় ওভারলোড লরি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে।
মলয় দে, নিউজ বেঙ্গল ৩৬৫, নদীয়া :-শান্তিপুর 34 নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ওভারলোড 10 চাকার লরি। পুলিশের প্রাথমিক অনুমান ওই ওভারলোড গাড়ির চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল। মঙ্গলবার বেলা একটা নাগাদ বহরমপুর থেকে কলকাতা যাচ্ছিল ওই ওভারলোড গাড়িটি, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় 10 চাকার লড়িটি শান্তিপুর ফুলিয়ার চটকাতলা 34 নম্বর জাতীয় সড়কের পাশে নয়নজুলিতে। ঘটনা জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ ও গাড়িটিকে উদ্ধার করার ব্যবস্থা করে।