কম্পিউটার জানা ছেলে মেয়েদের বিশেষ ট্রেনিংয়ের মাধ্যমে ভোটের কাজে লাগানোর উদ্যোগ তৃণমূল কংগ্রেসের।
নিউজ বেঙ্গল ৩৬৫, নদীয়া:- নির্বাচন নির্ধারণ হতেই, বিভিন্ন দল তাদের রণকৌশল সাজাতে ব্যস্ত। শাসক দল হিসেবে তৃণমূল তাদের জায়গা ধরে রাখতে নানান কৌশল অবলম্বন করেছে। যার মধ্যে অভিনব জেলার বিভিন্ন প্রান্তের দলীয় ঘনিষ্ট, বিশেষত ছাত্র-যুবকদের মধ্য থেকে কম্পিউটার জানা বেশ কিছু ছেলে মেয়েদের আজ কৃষ্ণনগরে এক ট্রেনিংয়ের ব্যবস্থা করেছেন দলের সভাপতি তৃণমূল কংগ্রেস। ইন্টারনেট সোশ্যাল মিডিয়ার প্রযুক্তিকে কাজে লাগিয়ে কি করতে চলেছেন সে বিষয়ে অবশ্য বিস্তারিত জানা যায়নি ট্রেনিং নিতে যাওয়া ছেলে মেয়ে বা দলীয় স্তরে। তবে বিশেষ সূত্রে জানা যায় ভোট কৌশলী প্রশান্ত কিশোরের নিজস্ব টিমের মতো, জেলাভিত্তিক দলের নিজস্ব ইনফর্মেশন জোগাড় বা বার্তা প্রেরণের উদ্দেশ্য এই দল গঠন বলেই মনে করছেন রাজনৈতিক মহল। তবে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের রাজ্য জেলা আঞ্চলিক এমনকি বিধানসভা ভিত্তিক যে প্রচারক আছে, তা বাদেও এটি সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি দল গঠন করা হচ্ছে। তারা কিছু সান্মানিক হিসেবেও পাবেন বলে জানা গেছে। এ ধরনের একটি বাসে শান্তিপুর তৃণমূল কংগ্রেস ভবন থেকে, আজ রওনা দিলো ট্রেনিং এর উদ্দেশ্যে। এ ব্যাপারে শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরবিন্দ মৈত্র জানান, দলের অত্যন্ত ঘনিষ্ঠ একনিষ্ঠ কর্মী মধ্য থেকে বাছাই করা হয়েছে 45 জনকে, বিভিন্ন ওয়ার্ডে নিজ নিজ এলাকায় ভোটের কাজে সহযোগিতা করবেন তারা।