শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে মধ্যে প্রকাণ্ড প্রাচীন গাছের গোড়ায় আগুন।
মলয় দে, নিউজ বেঙ্গল ৩৬৫, নদীয়া:- আজ সকাল 11 টা নাগাদ শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে সুপ্রাচীন বিরাট আকার ক্ষিরিষ গাছের তলায় হঠাৎই আগুন জ্বলতে দেখে প্রাচীর এর পেছনের এক দোকানদার। তড়িঘড়ি সে এবং অন্য আরো দুই একজন দোকানদার ওই স্থানের পাশেই হাসপাতালে একটি কল থেকে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, প্রাচীর দিয়ে ঘেরা বাউন্ডারির মধ্যে ব্যবহৃত বাতিল কাগজপত্র ও বিভিন্ন জঞ্জাল ফেলে থাকেন অনেকেই, গাছের গোড়ায় কিভাবে আগুন লাগলো তা জানা সম্ভব হয়নি, তবে সকলের প্রচেষ্টায় 15 মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ওই খিরিশ গাছের তলায় দীর্ঘদিন ধরে পড়ে থাকা, গাছের মোটা ডাল এবং গুঁড়িতেও আগুন লেগে যায়। তবে জীবন্ত প্রাচীন গাছটির গোড়ায় আগুন লাগার ফলে ক্ষোভ প্রকাশ করেছেন শান্তিপুর সায়েন্স ক্লাবের সদস্যরা।