উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে অনুর্ধ ১৭ নক আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন।
নিউজ বেঙ্গল ৩৬৫,উত্তর দিনাজপুরঃ- বাঙালীর সেরা খেলা ফুটবল। কিন্তু বিভিন্ন কারণ বসত ফুটবল খেলাধূলার প্রতি আজকের যুব সমাজেরা মূখ ঘুড়িয়ে নিচ্ছে। ফুটবল খেলা ধূলার মান উন্নয়নের জন্য এবং প্রতিভাবান ফুটবল খেলোয়ার তুলে ধরতে রাজ্য সরকারের উদ্যোগে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সেই মোতাবেক উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে অনুর্ধ ১৭ বয়স নক আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।শুক্রবার কালিয়াগঞ্জের ফুটবল একাডেমির উদ্যোগে কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে নক আউট নিতাই চন্দ্র চক্রবর্তী স্মৃতি চাম্পিয়ান ট্রফি এবং প্রভাস চন্দ্র চৌধুরী স্মৃতি রানার্স ট্রফি। এদিনের খেলায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইষ্টবেঙ্গল মহিলা ফুটবল দলের ক্যাপ্টেন সুনিতা সরকার এবং ইষ্টবেঙ্গল মহিলা ফুটবল দলের গোল কিপার বুলি সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ ক্রীড়া পরিষদের সদস্য অসীম ঘোষ, কালিয়াগঞ্জ পুরসভার প্রশাসক শচীন সিংহরায়, পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার, ফুটবল একাডেমির সভাপতি তপণ চক্রবর্তী ও সম্পাদক তরুন গুহ সহ অন্যানরা। অনুর্ধ ১৭ বয়স ফুটবল খেলায় ৪ টি দল অংশ গ্রহণ করে। বাঙালী শেরা ফুটবল খেলা বলে কথা এদিন খেলার মাঠে প্রচুর খেল প্রেমী মানুষ ভিড় জমায় খেলা দেখতে।SHOW LESS