ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড “এফ এস ডি এল” ৫৫ টি ম্যাচের সূচি প্রকাশ করেছে।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক :- সপ্তম ইন্ডিয়ান সুপার লিগ আইএসএলের ক্রীড়াসূচী ঘোষণা করা হয়েছে ২০২০ – ২১ মরসুমে। ২০ শে নভেম্বর প্রথমদিন এটিকে মোহনবাগান কেরালা ব্লাস্টার্স এর মুখোমুখি হবে। গোয়ার বাম্বলিমের জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়াম খেলা শুরু হবে সন্ধ্য সাড়ে সাতটায়। ২৭ শে নভেম্বর তিলক ময়দানে আইএসএল এর প্রথম ডার্বি অনুষ্ঠিত হবে। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এস সি ইস্টবেঙ্গল আইএসএল অভিযান শুরু করবে। প্রত্যেক দল একে অপরের বিরুদ্ধে দুটি করে ম্যাচ খেলবে। ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড “এফ এস ডি এল” ৫৫ টি ম্যাচের সূচি প্রকাশ করেছে। বাকি ম্যাচের সময়সূচি ডিসেম্বরে ঘোষণা করা হবে। লীগ পর্বের শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চারটি দল প্লে অফে খেলবে। অতিমারির কারণে আইএসএল এবার শুধুমাত্র গোয়াতেই আয়োজন করা হচ্ছে। দর্শকশূন্য স্টেডিয়ামে জৈব সুরক্ষা বলয় সহ করোনা সংক্রান্ত সব বিধি-নিষেধ মেনে ম্যাচ গুলি হবে।