ফুটবল
৮ই অক্টোবর শুরু হচ্ছে আই লীগ ফুটবলের বাছাই পর্বের প্রতিযোগিতা।

নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- ৮ই অক্টোবর শুরু হচ্ছে আই লীগ ফুটবলের বাছাই পর্বের প্রতিযোগিতা । খেলাগুলি হবে যুব ভারতী ক্রীড়াঙ্গন ও কল্যাণী স্টেডিয়ামে। প্রথম দিন মহামেডান স্পোর্টিং, গাড়োয়াল F. C. মুখোমুখি হবে। অন্য ম্যাচে ভবানীপুর ক্লাব,F.C. বেঙ্গালুরু ইউনাইটেড এর বিরুদ্ধে খেলবে। প্রতিযোগিতার অপর দলটি ARA F.C.। গতকাল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ক্রীড়াসূচি প্রকাশ করেছে। পাঁচটি দলকে নিয়ে রাউন্ড রবিন ফর্ম্যাটে এই প্রতিযোগিতায় হবে। শীর্ষ স্হানাধিকারী দল ২০২০-২১ মরসুমে আই লীগে খেলার যোগ্যতা অর্জন করবে। করোনা মহামারীর পরবর্তী সময়ে এটাই প্রথম ক্রীড়া প্রতিযোগিতা হতে চলেছে। ফেডারেশন করোনা সতর্কতায় স্বাস্থ্যবিধি মেনে সব দলকে ২৫শে সেপ্টেম্বরের মধ্যে কলকাতায় পৌঁছনোর নির্দেশ দেয়া হয়েছে।