পর পর হারের ধাক্কা কাটিয়ে অবশেষে জয়ে ফিরল চেন্নাই।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- পর পর হারের ধাক্কা কাটিয়ে অবশেষে জয়ে ফিরল মহেন্দ্র সিং ধোনির দল৷ প্রথমে টসে জিতে ব্যাটিং নিল কিংস ইলেভেন পঞ্জাব। খোঁচা খাওয়া বাঘের মতো ধোনির চেন্নাই ফিরে আসে না কি না, সেটাই দেখতে নজর ছিল সবার। সারা পৃথিবীর ক্রিকেট প্রেমীরা হয়ত দেখতে চাইবেন, ক্লান্তি কাটানো এক চনমনে ধোনিকে। যেভাবে তাঁকে মাঠে দেখে অভ্যস্ত সবাই , চেন্নাইয়ের সামনে ১৭৯ রানের টার্গেট রেখেছিল কিংস ইলেভেন পঞ্জাব৷ কিন্তু দুই ওপেনার শেন ওয়াটসন এবং ফাফ ডুপ্লেসির দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে একপেশে জয় পেল চেন্নাই৷ দুই ওপেনারই অপরাজিত থেকে জয় এনে দিল চেন্নাই৷ ফলে দশ উইকেটে পঞ্জাবকে হারিয়ে কিছুটা হলেও টুর্নামেন্টে কিছুটা হলেও ঘুরে দাঁড়াল সিএসকে৷ এই ম্যাচে ২ পয়েন্ট পেয়ে ৬ নম্বরে উঠে এল চেন্নাই৷ ৫ ম্যাচ থেকে ৪ পয়েন্ট পেয়েছে তারা৷ অন্যদিকে পয়েন্ট টেবিলে সবার শেষে থেকে গেল পঞ্জাব৷শেষ পর্যন্ত শেন ওয়াটসন ৫৩ বলে ৮৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন৷ অন্যদিকে ডুপ্লেসি ৫৩ বলে ৮৭ রানে নট আউট থেকে দলকে জয় দুই ওপেনারের সামনে এ দিন কার্যত অসহায় লেগেছে মহম্মদ শামি, শেল্ডন কোর্টরিলদের৷ চেন্নাইয়ের হয়ে এ দিন আইপিএল-এ সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়লেন এই দুই বিদেশি ব্যাটসম্যান৷ ১১ তম ওভারে পরপর দুটি চার মেরে নিজের অর্ধশতরান পূরণ করেন শেন ওয়াটসন। মাত্র ৩১ বললে ৫০ রান করেন প্রাক্তন অজি তারকা। একই ওভারে নিজের নিজের হাফ সেঞ্চুরিও পূরণ করেন ফাফ ডুপ্লেসি। ৩৩ বে ৫০ রান করেন তিনি। দ্রুত গতিতে স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যাতে থাকেন দুজন। ১২ ওভার শেষে সিএসকের স্কোর দাঁড়ায় ১১৯ বিনা উইকেটে। নিজেদের পার্টনারশিপ এগিয়ে নিয়ে যান ডুপ্ললেসি ও ওয়ার্নার। ১৫ ওভার শেষে সিএসকের স্কোর দাঁড়ায় বিনা উইকেটে ১৫০। রানের গতি একই রেখে এগিয়ে চলে চেন্নাইয়ের ওপেনাররা। ১৭ ওভার শেষে স্কোর দাঁড়ায় ১৬৮ রান। ১৮ তম ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় সিএসকে। ৮৩ রান করে অপরাজিত থাকেন ওয়াটসন ও ৮৭ রান করে অপারজিত থাকেন ডুপ্লেসি। এই জয়ের সৌজন্যে আইপিএলে ফের লড়াইয়ে ফিরল চেন্নাই সুপার কিংস। পয়েন্ট টেবিলেও কিছুটা উঠে এল উপরের দিকে।