টানা দ্বিতীয় ম্যাচে জয় পেল কিং খানের দল।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- টস জিতে শুরুতে কলকাতাকে ব্যাট করতে পাঠান রাজস্থান অধিনায়ক স্টিভ স্মিথ। শুরুটা ভাল না হলেও সম্মানজনক রান তুলেছিল কলকাতা নাইট রাইডার্স। গত কয়েকটি ম্যাচে ফর্মে না থাকা নারিনের সামনে শুরুতেই নিয়ে আসেন আর্চারকে। তবে শেষপর্যন্ত আর্চারকে সামলে শুরুটা ভাল করে নারিন–গিল জুটি। সুনীল নারিন ১৫ রান (১৪ বলে) ,নিতিশ রানা ২২ রান (১৭ বলে),আন্দ্রে রাসেল ২৪ রান (১৪ বলে) উইকেটে জমে গেলও আজ বরো রান করতে ব্যর্থ হয়। শুভমান গিল ৪৭ রান (৩৪বলে) আউট হয়ে গেলে শেষে ইয়ন মরগানের ৩৪ রান(২৩ বলে) ইনিংসের জন্য কলকাতা নাইট রাইডার্স ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান করে।জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই কলকাতা নাইট রাইডার্স এর ঘাতক বোলিংয়ের সামনে একের পর এক উইকেট হারাতে থাকে রাজস্থান রয়েলস। শিভম মাভি, কমলেশ নাগরকাটি, বরুণ চক্রবর্তী ২টি করে উইকেট নেন। টম কুরান ৫৪রান(৩৬ বলে) অপরাজিত থাকেন।তবে তা ম্যাচে ফিরে আস্তে যথেষ্ট ছিলনা। নির্ধারিত কুড়ি ওভারে রাজস্থান রয়েল ৯ উইকেট হারিয়ে ১৩৭ রান করে।দুর্দান্ত বোলিংয়ের জন্য শিভাম মাভী ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।