আইপিএল ২০২০-র দশম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জয় পেলো।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- আইপিএল ২০২০-র দশম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আর মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে রোমাঞ্চকর ম্যাচ দেখতে পাওয়া গিয়েছে। তবে এই ম্যাচ সুপার ওভার অব্দি গড়ায়, আর সেখানেই ই শেষ বাজি জিতে যায় রয়েল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর। প্রথমে ব্যাট করতে নেমে রয়েল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর কুড়ি ওভারে ৩ উইকেট হারিয়ে ২০১ রান করে। দেবদত্ত পাটিকেল ৫৪(৪০ বলে) অ্যারন ফিঞ্চ ৫২(৩৫ বলে) এবং শেষে এবি ডি ভিলিয়ার্স ৫৫(২৪ বলে) আর শিবম দুবে ২৭(১০ বলে)ঝড়ো ব্যাটিং এর সুবাদে ২০১ রানে পৌছায় রয়েল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে রোহিত শর্মা কুইন্টন ডি কক এবং সূর্য কুমার যাদব হার্দিক পান্ডিয়ার উইকেট হারালেও ঈশান কিষান ৯৯(৫৮ বলে) ও কিরণ পোলার্ড ৬০(২৪) এর ঝড়ো ব্যাটিং ম্যাচ ড্র করে সুপার ওভারে খেলাকে পৌঁছে দেয়।সুপার ওভারে প্রথমে ব্যাট করে মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডিয়ার উইকেট হারিয়ে ৭ রান করে। রয়েল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর বুমরার বলে কিছুটা লড়াই হলেও জিতে যায়। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন এ বি ডিভিলিয়ার্স।