প্রত্যেক দিন ধোনি ম্যাচ জেতাবেন, তা সম্ভব নয়।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- প্রত্যেক দিন ধোনি ম্যাচ জেতাবেন, তা সম্ভব নয়। আর তাই এদিন শেষপর্যন্ত মাঠে থাকলেও তাঁর ব্যাটে ঝড় তুলতে পারলেন না। রানে থেমে গেল চেন্নাইয়ের ইনিংস। রানে সহজেই ম্যাচ জিতে নিলো দিল্লি ক্যাপিটালস। চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ রান করলেন ডু’প্লেসি। ক্যাপ্টেন কুল ম্যাচ হারলেও অনন্য রেকর্ড গড়লেন । আইপিএলে এখন পর্যন্ত ১৯৩ ম্যাচ খেলে ছুঁয়ে ফেললেন সুরেশ রায়না সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড। চোট বা অন্য কোনও কারণে বাদ না পড়লে আগামী ম্যাচেই এই রেকর্ডের একক মালিক হয়ে যাবেন ধোনি। আর ৬ টি ম্যাচ খেলতে পারলেই প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে ২০০ ম্যাচ খেলার নজির গড়বেন ধোনি। চলতি আইপিএলেই ধোনি–ভক্তরাার সাক্ষী থাকতে পারেন বলে আশা করা যায় ।টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ধোনি। আর সেটাই যেন কাল হয়ে দাঁড়াল । প্রথমে ব্যাট করে চেন্নাই সুপার কিংস-কে ১৭৫ রানের টার্গেট দেয় দিল্লি ক্যাপিটালস।দিল্লির হয়ে শুরুটা বেশ জমিয়ে দিয়েছিলেন দুই ওপেনার শিখর ধাওয়ান এবং পৃথ্বী শ। ৩৫ রানে শিখর আউট হয়ে গেলেও অর্ধশতরান করেন পৃথ্বী। ৪৩ বল খেলে করেন ৬৪ রান। ৯টি চার এবং ১টি ছক্কা দিয়ে এই ইনিংস তিনি সাজিয়েছিলেন। পীযুষ চাওলার বলে আউট হয়ে যান তিনি।এর পরই কিছুক্ষণের জন্য জমে ওঠে ঋষভ পন্থ এবং শ্রেয়স আইয়ারের জুটি। তবে শ্রেয়াস ২৬ রান করে স্যাম কারানের বলে আউট হয়ে যান। তারপর দিল্লি ক্যাপিটালসকে ১৭৫ রান অবধি নিয়ে যান ঋষভ পন্থ এবং মার্কাস স্টোয়নিস। ২৫ বল খেলে ৩৭ রান করেন ঋষভ। তবে শ্রেয়স আইয়ারের ক্যাচটি লুফে এদিন মিডিয়ায় প্রশংসিত হন ধোনি।এ দিন চেন্নাইয়ের বোলাররাও নিরাশ করেছেন। দীপক চাহর, জোশ হ্যাজলউড, রবীন্দ্র জাডেজা একটিও উইকেট নিতে পারেননি। শুরুর দিকে দুটি উইকেট নিয়ে দিল্লি-কে কিছুটা হলেও ধাক্কা দিয়েছিলেন পীযুষ চাওলা। তারপরেই স্যাম কারান একটি উইকেট তুলে নেন।ব্যাটিংয়ের শুরু থেকেই রীতিমতো চাপে ছিলো চেন্নাই সুপার কিংস। ১৪ রানে শেন ওয়াটসন এবং তার কিছু পরেই ১০ রান করে প্যাভিলিয়নে ফিরে যান মুরলী বিজয়। একমাত্র ফাফ দু’প্লেসি ক্রিজে লড়াই করে যাচ্ছিলেন। আইপিএলে ২০০০ রানও এদিন পূর্ণ করেন দু’প্লেসি।চেন্নাইয়ের হয়ে সর্বাধিক রান করে দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন ফাফ ডুপ্লেসি ৩৫ বলে ৪৩ রান করেন। দিল্লির হয়ে কাসিগো রাবাড়া ৪ ওভারে ২৪ রান দিয়ে তিন উইকেট নেন।ম্যাচের সেরা নির্বাচিত হন দিল্লির পৃথ্বীশ।