আইপিএল উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে পাঁচ উইকেটে হেরে অভিযান শুরু করল মুম্বই ইন্ডিয়ান্স।

নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:-সেই 2013 সাল থেকে আইপিএল এ প্রথম ম্যাচ হার দিয়ে শুরু করে আসছে মুম্বই ইন্ডিয়ান্স, এবছর আইপিএলেও তার ব্যাতিক্রম হলো না। দর্শকহীন আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আইপিএল 2020 উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে পাঁচ উইকেটে হেরে অভিযান শুরু করল মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে গতবারের আইপিএল ফাইনালে হারেরে বদলা নিল চেন্নাই সুপার কিংস ৷ সেই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য অবসর নেওয়া ধোনী প্রমাণ করে দিলেন তিনি এখনও ফুরিয়ে যাননি৷ ধোনি টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন উদ্বোধনী ম্যাচের। ধোনির সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে বল হাতে উঠেপড়ে লেগে গেলেন দীপক চাহার, লুঙ্গি এনডিগি, রবীন্দ্র জাদেজারা। চাহার ও জাদেজা নিলেন দুটি করে উইকেট। তিনটি উইকেট গেল এনগিডির দখলে। রোহিত রান পাননি। ডি’কক (৩৩) ভাল শুরু করেও বড় রান করতে ব্যর্থ। মুম্বই ইনিংসে সর্বোচ্চ ৪২ করলেন সৌরভ তেওয়ারি। যার ফলে ২০ ওভারে গতবারের চ্যাম্পিয়নদের সংগ্রহ ছিল ১৬২/৯। মুম্বই ইন্ডিয়ান্স আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬২ রান করেছে । শুরুটা ভালো করেও শেষ পর্যন্ত ছন্দ ধরে রাখতে ব্যর্থ রোহিত শর্মারা। ফিল্ডিং ও বোলিংয়ে অসাধারন নৈপুন্য দেখাল চেন্নাই সুপার কিংস। জবাবে চেন্নাইয়ের শুরু ভাল হয়নি। শেন ওয়াটসন, মুরলি বিজয় ব্যর্থ। মাত্র ৬ রানের ভিতরে ২ উইকেট পড়ে গেলেও কেঁপে যায়নি তিনবারের চ্যাম্পিয়নরা। প্রোটিয়া ফাফ ডু’প্লেসিসের সঙ্গে জুটিতে ১১৫ রান যোগ করে গেলেন ২০১৯ বিশ্বকাপে টিম ইন্ডিয়া থেকে বাদ পড়া রায়ডু। যিনি করলেন ৪৮ বলে ৭১। ৬ টি চারের সঙ্গে মারলেন ৩ টি ছয়। ম্যাচটা হালকা উত্তেজনার পর্যায়ে গিয়েছিল। কিন্তু মাথা ঠান্ডা রেখে ম্যাচ নিয়ে গেল চেন্নাই। এই আইপিএল শুরুর আগে অনেক কথাই শোনা যাচ্ছিল । এখানকার উইকেট স্পিনারদের সাহায্য করবে। কিন্তু আদতে দেখা গেল মাথা ঠান্ডা রাখতে পারবে যে,ম্যাচও বের করে নেবে ও সে। অন্যদিকে আজ রবিবার নবনির্মিত দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবার বল গড়াতে চলেছে। রবিবার শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস লোকেশ রাহুলের নেতৃত্বাধীন কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নামবে। ভারতীয় সময় ম্যাচটি ৭.৩০ মিনিটে দেখা যাবে। আইপিএলে এই প্রথম অধিনায়কত্ব করতে চলেছেন লোকেশ রাহুল। অন্যদিকে তৃতীয় বছরের জন্য আইপিএলে দিল্লি দলের অধিনায়কত্ব করবেন শ্রেয়স আইয়ার। এবছর রবিচন্দ্রন অশ্বিন পাঞ্জাব ছেড়ে দিল্লি ক্যাপিটালসে এসেছেন। রবিবার প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে অশ্বিন কেমন খেলেন, সেটাই দেখার।