নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, বাঁকুড়া : আজ বড়জোড়া রাজারবাঁধ ময়দানে বড়জোড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বড়জোড়া গ্রাম পঞ্চায়েতের পুজো উদ্যোক্তাদের শারদ সম্মান জানানো হলো। গ্রাম পঞ্চায়েতের পক্ষে প্রধান সরস্বতী ধীবর জানিয়েছেন বড়জোড়া গ্রাম পঞ্চায়েতের মোট ৫৯ টি দুর্গাপূজা হচ্ছে। এই ৫৯টি পুজো কমিটির কর্মকর্তাদের হাতে আজ শারদ সম্মান তুলে দেন বাঁকুড়া সদর মহকুমা শাসক সুশান্ত ভক্ত।

গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিবছরই পুজো কমিটি গুলিকে পুজো শুরুর আগেই শারদ সম্মানে সম্মানিত করা হয় ।

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ সুখেন বিদ, সদস্য টিঙ্কু মন্ডল, বড়জোড়া পঞ্চায়েত সমিতির সভাপতি কাজল পোড়েল, উপ প্রধান পার্থ গুইন প্রমুখ।