অন্যান্য
আবার কিছুটা শীতের আমেজ অনুভূতি হওয়ার সম্ভাবনা।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, কলকাতা : আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে যে পশ্চিমী ঝঞ্ঝা কেটে গিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তুরে হাওয়া ঢুকতে থাকায় রাজ্যে আজ থেকে আবার কিছুটা শীতের আমেজ অনুভূতি হওয়ার সম্ভাবনা। আগামী তিন থেকে চারদিন রাতের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি এবং দিনের তাপমাত্রা দু’ডিগ্রির মতো কমতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া হিমালয় সংলগ্ন অন্যান্য জেলায় ঘন কুয়াশারও পূর্বাভাস রয়েছে। কলকাতায় আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা ৪ ডিগ্রি ওপরে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের তিন ডিগ্রি ওপরে ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।