নদীয়ার মাজদিয়ায় বিখ্যাত নলেন গুড় টিউবজাত হচ্ছে।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, নদীয়া : টিউব সাধারণত দেখলেই মনে হয় প্রসাধনী কিংবা মলমের। মলম, প্রসাধনী, দাঁতের মাজন নয়, রয়েছে নলেন গুড়। নদীয়ার মাজদিয়ায় বিখ্যাত নলেন গুড় টিউবজাত হচ্ছে। তা ছড়িয়ে পড়ছে দেশে বিদেশে। ভোজন রসিক বাঙালিরা যেখানেই থাকুন না কেন শীতকালের টাটকা নলেন গুরের স্বাদ নিতে পারবেন। বিশ্ব বাংলার হাত ধরে মাজদিয়ার গুড় টিউবজাত অবস্থায় এখন মিলছে বিভিন্ন স্থানে। শুধু মাজদিয়াই নয় শীত এলেই জেলা জুড়ে শিউলিদের রস সংগ্রহের দৃশ্য দেখা যায় রিতিমত। এবার করোনা মহামারীর জন্য ব্যবসা মন্দা। শীত পড়েছে, শিউলিরা টাটকা খেজুর রস ও পর্যাপ্ত পরিমাণে আনছে পশ্চিমবঙ্গের এক মাত্র নদিয়ার ভাজনঘাটের নলেন গুড়ের টিউব কারখানাতে । উপযুক্ত দাম ও পাচ্ছে। উৎপাদন ভালোই হচ্ছে। বিগত তিন বছর উৎপাদনের পঞ্চাশ শতাংশই আশে বিদেশ থেকে কিন্তু এবার করোনার জন্য বিদেশ যেতে পারছে না বলে জানালেন কর্তৃপক্ষ।